নয়াদিল্লিঃ সম্প্রতি রাজ্যজুড়ে বিশেষ অভিযানে নেমেছে মুম্বই পুলিশ(Mumbai Police)। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে খুলে নেওয়া হচ্ছে লাউডস্পিকার (Loudspeaker)। এখনও পর্যন্ত ৪৮ টি মন্দির, ১১৮৯ টি মসজিদ, ৪ টি গুরুদ্বারসহ ১৪৭ টি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার খুলে নেওয়া হয়েছে বলে বিধানসভায় জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ(Devendra )।
লাইডস্পিকার ফ্রি মহারাষ্ট্রের পথে এক ধাপ এগোল ফড়নবীশ সরকার
আর এরই মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে মহারাষ্ট্রের বিভিন্ন মসজিদগুলি। আজানের সুর ঘরে ঘরে পৌঁছে দিতে নেওয়া হয়েছে অভিনব পদক্ষেপ। আবাসনে আবাসনে বসানো হচ্ছে সাউন্ড সিস্টেম। সেই সিস্টেম যুক্ত থাকছে মসজিদের সঙ্গে। এর মাধ্যমে ঘরে বসেই আজানের সুর শোনা যাচ্ছে।
এছাড়া কয়েকটি মসজিদ একটি বিশেষ অ্যাপ নিয়ে এসেছে। নির্দিষ্ট মসজিদের জন্য অ্যাপে নির্দিষ্ট লিঙ্ক থাকছে। ওই অ্যাপে ক্লিকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আজানের সুর। এছাড়া হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হচ্ছে আজানের সুর। এই প্রসঙ্গে মদনপুরার সুন্নি বড় মসজিদের ট্রাস্টি মোহাম্মদ ইকবাল বলেন, "যারা নামাজ পড়তে আসেন তাঁরাও এই অ্যাপ ব্যবহার করেন। আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করি। তার মাধ্যমে আজানের সুর শোনেন বহু মানুষ।"
মহারাষ্ট্রে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে খুলে ফেলা হচ্ছে লাউডস্পিকার
Mumbai is Now Loudspeaker Free declared by Devendra Fadnavis 🔥
1,608 loudspeakers from religious structures removed.
Of these, 1,149 were in mosques, 48 in temples, 10 in churches, four in gurudwaras and 147 in other religious establishments
Game on 🔥 pic.twitter.com/ioTu5uuN9P
— Kashmiri Hindu (@BattaKashmiri) July 14, 2025