Britannia (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ বিস্কুটের (Biscuits) মধ্যে পোকা।(Worm)  সেই বিস্কুট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তরুণী। বিস্কুট প্রস্তুতকারী সংস্থা ও দোকানীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হন তিনি। মাঝে কেটে গিয়েছে ৬ বছর। অবশেষে এই মামলার রায় পেলেন তরুণী। অভিযোগকারিণীকে ১.৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা দফতর।

বিস্কুট খেয়ে অসুস্থ ক্রেতা, ব্রিটানিয়াকে ১.৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জানা গিয়েছে, ২০১৯ সালে মুম্বইয়ের মালাডের চার্চগেটের একটি দোকান থেকে ব্রিটানিয়া কোম্পানিএ 'গুড ডে' বিস্কুট কিনেছিলেন ইন্দ্রপ্রীত কৌর ধিলন নামে এক মহিলা। ওই প্যাকেট থেকে দু'টি বিস্কুট খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি ও অসম্ভব পেটে ব্যথা শুরু হয়। এরপরই বিস্কুটের প্যাকেটে পোকা পান তিনি। এই গোটা ঘটনায় ব্রিটানিয়া কোম্পানি ও দোকানীর বির‍দ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি। ক্ষতিপূরণ দাবি করেন তিনি। মাঝে কেটে গিয়েছে ৬ বছর। চলে তদন্ত। ওই প্যাকেটের বিস্কুটের নমুনা পরীক্ষা পর্যন্ত করা হয়। অবশেষে এই ঘটনার বিচার পেলেন তিনি। অভিযোগকারিণীকে ১.৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল দক্ষিণ মুম্বই ক্রেতা সু্রক্ষা কোর্ট।

বিস্কুটের প্যাকেটে পোকা, 'ব্রিটানিয়া'কে ১.৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরুণ দেওয়ার নির্দেশ আদালতের