গত ২৪ ঘন্টায় মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার বেআইনি জিনিসপত্র। তিনটি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে ২৪ ক্যারেটের সোনার বিস্কুট, যার ওজন ছিল ২৪৭ গ্রাম এবং ৭৬.২৩ লক্ষ বিদেশি মুদ্রা। ইতিমধ্যেই এই ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। জানা যাচ্ছে, এই অভিযানে এখনও পর্যন্ত ৯৮.১৯ লক্ষ টাকার সোনা ও টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। সেই সঙ্গে বিমানবন্দর চত্বরে নজরদারিও বাড়ানো হয়েছে।
ব্যাগ থেকে উদ্ধার সোনার বিস্কুট
জানা যাচ্ছে, বাহরাইন থেকে আসা একটি বিমানের যাত্রীদেরে লাগেজে তল্লা্শি চালিয়ে উদ্ধার হয় একটি সোনার বিস্কুট। অন্যদিকে, দমন থেকে মুম্বই আসা একটি ডোমেস্টিক ফ্লাইট থেকেও উদ্ধার হয় সোনা। এগুলি ট্রলি ব্যাগের স্টিকারের মধ্যে থেকে পাওয়া যায়। সোনাগুলি আনুমানিক বাজারমূল্য ছিল ২১.৯৬ লক্ষ টাকার সোনা। যদিও এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি।
গ্রেফতার ১
অন্যদিকে, মুম্বই থেকে ব্যাংককে যাওয়ার সমচয় একটি সন্দেহজন ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় ৭৬.২৩ লক্ষ বিদেশি টাকা। এই ঘটনায় অবশ্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি