ফাইল ফোটো (Photo Credits: ANI)

মুম্বই, ১৯ মার্চ: করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এসি লোকাল ট্রেন (AC Local Train) চালানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ওয়েস্টার্ন রেল (Western Railway)। বদলে সাধারণ নন এসি লোকাল চ্রেন চালানো হবে। কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত এসি ট্রেন চালানো বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পশ্চিম রেলের জনসংযোগ আধিকারিক। এখই পথ হেঁটেছে সেন্ট্রাল রেলও (Central Railway)। তারাও ঘোষণা করেছে যে করোনভাইরাসের কারণে ট্রান্সহারবার লাইনে ১৬ এসি লোকাল ট্রেন চালানো বন্ধ রাখা হবে।

মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে লোকজনকে অপ্রয়োজনীয় কাজের জন্য ঘর বের হতে নিষেধ করেছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুক্রবার বিকেল চারটেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীরা সঙ্গে কথা বলবেন। আরও পড়ুন: Coronavirus Outbreak in India: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে নির্দেশ দিল UGC

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে মুম্বইয়ের কয়েকটি নির্বাচিত রাস্তায় দোকান এখন বিকল্প দিনগুলিতে চলবে। অর্থাৎ, কাল কোনও দোকান খোলা থাকলে পরশু বন্ধ থাকবে, বদলে খুলবে অন্য আরেকটি দোকান। গত সপ্তাহে, রাজ্য সরকার সমস্ত পাবলিক জিম, সুইমিং পুল, নাইট ক্লাব, স্কুল, কলেজ বন্ধ করার কথা ঘোষণা করেছিল।