প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

পুণে, ৬জুন:  এবার নৌসেনার জাহাজে আত্মঘাতী তরুণ নাবিক। বৃহস্পতিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রণতরী আইএনএস শিবাজী-তে (INS Shivaji)। মৃতের নাম আকাশ সাইনাথ কান্নালা (Akash Sainath Kannala)(১৯)। এদিন ভোর চারটে নাগাদ ওই তরুণকে সিলিং ফ্যান থেকে ঝুলে থাকতে দেখেন তাঁর সতীর্থরা। পুণের লোনাভালা (Lonavala in Pune) নৌসেনা ঘাঁটিতে থাকতেন তিনি। এদিন ভোরে দেখা যায় বিছানার চাদরের ফাঁস দিয়ে সিলিংফ্যানে ঝুলছেন ওই যুবক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণ নাবিক। তবে ঘটনাস্থল থেকে প্রমাণ স্বরূপ কোনও সুইসাইড নোট মেলেনি। আরও পড়ুন-আরবিআই-এর নয়া বিজ্ঞপ্তি, অনলাইন লেনদেনে নেই এনইএফটি আরটিজিএস চার্জ

মৃত নাবিক তেলেঙ্গানার বাসিন্দা, সেখানকার নির্মল জেলার পারডি গ্রামে তাঁর বাড়ি। সদ্যই যোগ দিয়েছেন নৌসেনায়। পুলিশ জানিয়েছে, মেকানিক্সে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করছিলেন আকাশ। কাজের পাশাপাশি চলছিল পড়াশোনা। কী কারণে আত্মঘাতী হলেন তিনি, সেটা বলতে পারছেন না আকাশের সতীর্থরাও। ওই নাবিক কোনওরকম মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কি না তা দেখতে তাঁর পরিবারের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। সত্যি সত্যিই কী আত্মঘাতী হয়েছেন ওই নাবিক নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নৌসেনা ঘাঁটির তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনার আকস্মিকতায় হতবাক মৃতের সতীর্থরাও।