কলকাতাঃ এবার মুর্শিদাবাদের (Murshidabad) পুজো মণ্ডপের অসূরের (Asura) ভূমিকায় বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)ও পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুধু তাই নয়, মুর্শিদাবাদের আর এক মণ্ডপে অসুর হিসেবে দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বহরমপুরে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটির পুজোতে অসুর রুপে দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অন্যদিকে বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজো ৮৩ তম বর্ষে পা দিল। এখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আদলে অসুরকে গড়া হয়েছে। আর দেবী দুর্গার হাতে যে মুণ্ডমালা থাকে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে দেখা যাচ্ছে। দর্শনার্থীরা এক ঝলক দেখে চিনতে পারছেন ইউনুস এবং শেহবাজ শরিফকে। স্থানীয় সূত্রে খবর, এই দু'টি ঠাকুরই বানিয়েছেন প্রতিমা শিল্পী অসীম পাল। যদিও তিনি সরাসরি স্বীকার করেননি সে কথা। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ""দর্শনার্থীরাই বিচার করুক দেখে যে কী বানানো হয়েছে।"
উনূস ও ট্রাম্পকে বধ করছেন দেবী দুর্গা, এবার এই প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল
View this post on Instagram