প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বৃষ্টি। যার ফলে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের কাছে অন্যতম গন্তব্যস্থল হিসেবে উঠে আসে হিমাচলপ্রদেশের নাম। প্রতিবছর যেখানে বহু পর্যটক দেশ বিদেশ থেকে ঘুরতে আসেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তবে এবার পরিস্থিতি অনেকটাই খারাপ। অত্যাধিক বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ধর্মশালা থেকে ম্যাকলয়েডগঞ্জ যাওয়ার রাস্তা। হিমাচলপ্রদেশে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ৬ কোটি টাকার কাছাকাছি। এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রেম সাগর নামের এক হোটেল ব্যবসায়ী জানান, "বর্যা এখন শুরু হয়েছে এবং এই বর্যার সময়কাল ৯০ দিনের, আমরা এর ঠিক মধ্যবর্তী সময়ে রয়েছি, এবছর সঠিক সময়ে বর্যা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত ঘটিয়েছে।বিভিন্ন এলাকায় অবৈধ নির্মানের ফলে বন্ধ হয়েছে নিকাশি ব্যবস্থা যার ফলে দেখা দিচ্ছে সমস্যা"।
তিনি আরও জানান যে"গত তিন বছর ধরে পর্যটন দফতর অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং আগামীতে আরও ২ বছর ভুগতে হতে পারে খারাপ রাস্তার কারণে। বেশ কিছু ভূশৃঙ্কলন এবং হড়পা বান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ করেছে পর্যটন শিল্পকে।যার পরিমাণ প্রায় ৯০ শতাংশ বলে জানিয়েছেন তিনি। "
হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা তরফে জানা গেছে এখনও পর্যন্ত ৩৪ জন মানুষ নিখোঁজ হয়েছে এই প্রবল বৃষ্টিতে। ২১৫ জন এখনও পর্যন্ত আহত। ৭০২ টি বাড়ি এখনও ধ্বংস হয়েছে। ৭১৬১ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।২৪১ টি দোকান ধ্বংস হয়েছে।২২১৮ টি গবাদি পশুর আশ্রয়স্থাল ধ্বংস হয়েছে প্রবল বৃষ্টিতে।
Monsoon affects tourism industry in Himachal Pradesh, Dharamshala-McLeodganj NH damaged
Read @ANI Story | https://t.co/cEEN4x3B5h#Monsoon #Dharamshala #HimachalPradesh pic.twitter.com/VLNKeqD1Of
— ANI Digital (@ani_digital) July 29, 2023