আমেদাবাদ, ২৫ এপ্রিল: Modi surname defamation case মোদী পদবী (Modi Surname) মামলায় বেকসুর খালাসের আবেদন নিয়ে এবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুলকে দু'বছরের জন্য কারাদণ্ডের সাজা শোনায় সুরাটের আদালত। যে কারণে রাহুলের সাংসদ পদ খারিজ হয়। ম্যাজিস্ট্রেট আদালতের শাস্তির রায়কে চ্য়ালেঞ্জ জানিয়েছিলেন রাহুল। কিন্তু সোনিয়া তনয়ের সেই আবেদন খারিজ হয়েছিল সুরাটের আদালতে।
এবার সাজা খারিজের দাবি নিয়ে রাহুল গেলেন হাইকোর্টে। সাংসদ পদ খারিজ হওয়ায় দিল্লির ১২ নম্বর তুঘলক রোডের সরকারী বাংলো ছেড়ে দিতে হয়েছে রাহুলকে। যেখানে তিনি গত ১৯ বছর ধরে ছিলেন। আরও পড়ুন-মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত মানুষের, দেখুন ভিডিয়ো
দেখুন টুইট
2019 'Modi surname' defamation case | Congress leader Rahul Gandhi approaches Gujarat High Court after the Surat Sessions Court rejected his application seeking a stay on his conviction.
(File photo) pic.twitter.com/i47b6R8bSz
— ANI (@ANI) April 25, 2023
২০১৯ সালে কর্ণাটকের এক জনসভায় 'সব মোদী চোর' মন্তব্যের জেরে আদালত তাঁকে অপরাধমূলক মানহানিকর মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে রাহুল গান্ধীকে নির্দোষ প্রমাণিত হলে তাঁর সাংসদপদ ফিরিয়ে দেওয়া হবে।