নতুন দিল্লি, ৭ জুলাই: কেন্দ্রীয় মন্ত্রিসভার ব্যাপক রদবল ও সম্প্রসারণে বঙ্গ বিজেপি-র লাভ হতে চলেছে। নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় (Narendra Modi Cabinet Reshuffle) চারজন মন্ত্রী পেতে চলেছে বাংলা। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বনগাঁ-র শান্তনু ঠাকুর ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তবে বাংলা থেকে চারজন নতুন মন্ত্রী হলেও মন্ত্রিত্ব হারালেন বঙ্গের পুরনো দুই কেন্দ্রীয় মন্ত্রী- বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। মন্ত্রিসভা সম্প্রসারণের আগে আজ দুপুরে বাবুল ও দেবশ্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আরও পড়ুন: Saumitra Khan: দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক তোপ সৌমিত্রর
মন্ত্রিসভার সম্প্রসারণ-রদবদল দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে বিধানসভা নির্বাচনে যে সব সাংসদের কেন্দ্রে বিজেপি ভাল ফল করেছে তারা মন্ত্রী হলেন। ২০১৪ থেকে মন্ত্রী থাকা বাবুলকে বিধানসভা নির্বাচনে নামিয়েও ফল না মেলায়, তাঁকে সরানো হল কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী-র কেন্দ্র রায়গঞ্জেও বিধানসভা নির্বাচনে বিজেপি-র ফল খারাপ হওয়ায় তাঁর ওপর কোপ পড়ল কি না সেটাও জল্পনার।
43 leaders to take oath today in the Union Cabinet expansion. Jyotiraditya Scindia, Pashupati Kumar Paras, Bhupender Yadav, Anupriya Patel, Shobha Karandlaje, Meenakshi Lekhi, Ajay Bhatt, Anurag Thakur to also take the oath. pic.twitter.com/pprtmDu4ko
— ANI (@ANI) July 7, 2021
কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের সবচেয়ে বড় খবর হল স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের পদত্যাগ করা। করোনা সামলাতে ব্যর্থ হওয়াতেই কি হর্ষবর্ধনের ওপর কোপ পড়ল! তা নিয়ে আলোচনা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন রমেশ পোখারিয়াল নিশাঙ্ক। পাশাপাশি মন্ত্রিত্ব থেকে থাওয়ারচাঁদ গহলৌত, রতনলাল কাটারিয়া, প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও অশ্বিনী চৌবে। জল্পনা সত্যি করে মন্ত্রী হতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনওয়াল, মীনাক্ষি লেখি, অজয় ভাট, কপিল প্যাটেলরা।