বিগত কয়েকদিন ধরেই মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। প্রাকৃতিক দুর্যোগের জেরে ধুয়েমুছে গিয়েছে একাধিক গ্রাম। এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে একাধিক জায়গায়। এরমধ্যেই বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হলদোয়ানি এলাকায় উদ্ধার হল এক বছর ৫০-এর মহিলার মৃতদেহ। এদিব গ্রামবাসীরা দেহটি দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশসূত্রে খবর, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা। অবশেষে গৌলা নদীর পাড় থেকে উদ্ধার হল দেহ।
গৌলা নদী থেকে উদ্ধার দেহ
জানা যাচ্ছে, এদিন কাঠগোদাম এলাকায় গৌলা নদীর পাড়ে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ দেখতে পায় গ্রামবাসীরা। তাঁরাই স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশের তরফে জানানো হয়েছে, পাশের গ্রামের একটি মহিলা দিনতিনেক আগে নিখোঁজ হয়েছিলেন। ঘটনার দিন সে বাড়ির পাশের জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলেন, সেই সময় থেকেই নিখোঁজ ছিল সে। যদিও এটা সেই মহিলার দেহ নাকি অন্য কারোর দেহ, তা খতিয়ে দেখছে পুলিশ।