নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha) ফের ধর্ষণের (Rape) ঘটনা। এবার ধর্ষণের শিকার ১৭ বছরের নাবালিকা (Minor Girl)। ধর্ষণের অভিযোগে গ্রেফতাঁর ৪৭ বছরের ব্যক্তি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গাঞ্জাম জেলার বেরহামপুর শহরে। অভিযুক্ত ব্যক্তির একটি ক্লিনিক রয়েছে। সেখানেই কাজ করত ওই নাবালিকা। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর নার্সিং পড়ার স্বপ্ন ছিল তার। তাঁকে এই ব্যাপারে সাহায্য করার আশ্বাস দেয় অভিযুক্ত। নাবালিকাকে থাকার জায়গা পর্যন্ত করে দেয় সে।
সাহায্যের অছিলায় নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
অভিযোগ এরপর একদিন রাতে সেখানেই নাবালিকার গায়ে হাত দেয় অভিযুক্ত। তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা। আর তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় আরও দুই মহিলাকে। তারা অভিযুক্তের পরিবারের লোক বলেই পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নাবালিকার শারীরিক পরীক্ষায় ধর্ষণের উল্লেখ মেলে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিজেপি শাসিত ওড়িশায় ফের ধর্ষণ, লালসার শিকার ১৭ বছরের নাবালিকা
Odisha Horror: 17-Year-Old Girl Raped at Apartment in Ganjam by Private Clinic’s Owner, Accused Arrested#Odisha #Crime #Ganjam
— LatestLY (@latestly) June 25, 2025
Read: https://t.co/rwbAmHEXGR
— LatestLY (@latestly) June 25, 2025