স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের জন্য নিয়ম কানুন কিছুটা কঠোর করেছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি দু-বছর বা তার বেশী সময় জেলে থাকলে, অথবা কোনো অভিযোগে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল হলে তার OCI রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভারত অথবা বিদেশের যেকোনো জায়গাতেই দোষী সাব্যস্ত হলে এই নিয়ম কার্যকর হবে। তবে, সেই অপরাধ ভারতীয় আইনে স্বীকৃত হতে হবে। এর উদ্দেশ্য হল, OCI-এর আইনি পরিকাঠামো আরো কঠোর করা যার মাধ্যমে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা কিছু সুবিধা পেয়ে থাকেন।
১৯৫৫-র নাগরিকত্ব আইন এবং ২০০৯-এর নাগরিকত্বের নিয়ম অনুযায়ী মন্ত্রক এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। ওই আইনে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কেন্দ্রকে OCI রেজিস্ট্রেশন বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।
𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐲 𝐨𝐟 𝐇𝐨𝐦𝐞 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫𝐬 𝐭𝐢𝐠𝐡𝐭𝐞𝐧𝐬 𝐧𝐨𝐫𝐦𝐬 𝐠𝐨𝐯𝐞𝐫𝐧𝐢𝐧𝐠 𝐎𝐯𝐞𝐫𝐬𝐞𝐚𝐬 𝐂𝐢𝐭𝐢𝐳𝐞𝐧𝐬 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚
MHA stated that OCI registration will be cancelled if an individual is sentenced to imprisonment for two years or more, or is… pic.twitter.com/zo5x0AU9Qf
— All India Radio News (@airnewsalerts) August 13, 2025
উল্লেখ্য, OCI কার্ড অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি ও তাঁর স্ত্রী বা স্বামী, মাল্টিপল এন্ট্রি –বহুমুখী ভিসার সুবিধে আজীবন পেতে পারেন। সেইসঙ্গে কিছু অর্থনৈতিক ও শিক্ষাগত অধিকারের’ও সংস্থান রয়েছে এই কার্ডে।
সাম্প্রতিক কয়েকটি ক্ষেত্রে OCI কার্ডধারীরা ফৌজদারি অথবা জাতীয়তা বিরোধী কার্যকলাপে জড়িত, এমন প্রমাণ মেলার পর স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল।