ডিপ ফেক ভিডিওর ভয়াবহতা নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রশ্মিকা মান্দানা থেকে আলিয়া ভাট, কাজল- বলিউড নায়িকাদের নিয়ে করা ডিপ ফেক ভিডিও দেখে আঁতকে উঠেছে দেশ। এভাবে ডিপ ফেক ভিডিও ভাইরাল হতে থাকলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। এই কারণে ডিপ ফিড ভিডিও নিয়ে নড়েচড়ে বসলো কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। দেশের সোশ্যাল মিডিয়া সাইট গুলিকে তথ্য দেশের তথ্য প্রযুক্তি আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনভাবেই তাদের প্ল্যাটফর্মে যাতে ইউজাররা তথ্য প্রযুক্তির আইন ভেঙে কনটেন্ট বা ভিডিও পোস্ট করতে বা তা ভাইরাল করতে না পারেন তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউজাররা যাতে আইটি রুল অনুযায়ী কোন ধরনের ভিডিও বা কনটেন্ট দেওয়া যায় না সেই বিষয়ে পরিষ্কার অবগত থাকেন তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন নির্দেশিকা
Ministry of Electronics & IT issues advisory to all intermediaries to comply with existing IT rules.
A formal advisory has been issued incorporating the ‘agreed to’ procedures to ensure that users on these platforms do not violate the prohibited content in Rule 3(1)(b): MoS…
— PIB India (@PIB_India) December 26, 2023