নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: রাজধানীর বিধানসভা নির্বাচন ঘিরে একের পর এক বিভ্রাট ঘটেই চলেছে। বিজেপি নেতারা বেফাঁস মন্তব্যের জের বারবার নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে প্রচার থেকে বাদ পড়েছেন। এবার ভোটের ঠিক একদিন আগে ঘুষকাণ্ডে ফাঁসলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia)। আম আদমি পার্টির এই নেতার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গোপালকৃষ্ণ মাধবকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই। রাত পোহালেই ভোট ঠিক তার আগে এমন ঘটনায় আপ শিবির উদ্বেগের ছায়া। এদিকে এই ঘটনাকে নিয়ে আম আদমি পার্টি ও কেজরিওয়ালকে বিঁধতে ছাড়ছে না বিজেপি। নির্বাচনের আগে এই সুযোগ হারাতে নারাজ বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, উপমুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘুষ নিচ্ছেন, অথচ উপমুখ্যমন্ত্রী কিছু জানেন না, এটা হতে পারে না। তিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত।
এই প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, “কেজরিওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধেই দুর্নীতির ভূরিভূরি অভিযোগ রয়েছে। আপের মধ্যেই রয়েছে দুর্নীতি। তাই সেই দলের কোনও নেতার আধিকারিকও ঘুষ নেবেন, সেটাই স্বাভাবিক। দিল্লির মানুষের উচিত এই সরকারকে প্রত্যাখ্যান করা।” সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গোপালকৃষ্ণকে। ২০১৫ সালে মনীশ সিসোদিয়ার ওএসডি হিসেবে নিযুক্ত হন তিনি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় গোপালকৃষ্ণ মাধবকে। গ্রেপ্তারের পর গোপালকৃষ্ণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। আরও পড়ুন-Alcohol In Goa To Get Expensive: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! ১ এপ্রিল থেকে গোয়ায় মদ বহুমূল্য, কত দাম বাড়ল জানেন?
ভোটের একদিন আগে এই ঘটনায় দৃশ্যতই বিরক্ত মণীশ সিসোদিয়া। তিনি বলেন, “আমি জানতে পেরেছি সিবিআই একজন জিএসটি ইনস্পেক্টরকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। এই আধিকারিক আমার দপ্তরে ওএসডি হিসাবে নিযুক্ত ছিলেন। তাঁর কঠোর শাস্তি দাবি করছি। গত পাঁচ বছরে এমন অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিককে আমি নিজেই ধরিয়ে দিয়েছি।” মনীশের এই টুইটের পরেও অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিরোধী বিজেপির টিপ্পনী ক্রমশ বেড়েই চলেছে।