নয়াদিল্লিঃ স্কুল পড়ুয়াদের (School Student) পেট ভরাতে সরকারের বিশেষ উদ্যোগ হল মিড-ডে মিল (Mid0day Meal)। রোজ দুপুরে মিড-ডে মিল দেশের সরকারি স্কুলের (Government School) লক্ষ পড়ুয়ার পেট ভরায়। সম্প্রতি এই মিড-ডে মিলকে কেন্দ্র করে একাধিক খবর সামনে এসেছে। কখনও মিড-ডে মিলে মরা সাপ, কোথাও আবার পাওয়া গিয়েছে ব্যাঙ। তবে এ বার সামনে উঠে এল মিড-ডে মিলের আর এক চেহারা। ডাল, ডিম তো দুরস্থ, পড়ুয়াদের খেতে দেওয়া হচ্ছে শুধু ভাত আর সামান্য হলুদ। আর তাই-ই খেতে বাধ্য হচ্ছে নিরুপায় পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) বিজাকুড়া গ্রামের প্রাথমিক স্কুলে। এই স্কুলে মাত্র ৪৩ জন পড়ুয়া। রোজ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে তারা। খবরটি সামনে আসতে এই স্কুলের শিক্ষক ও আধিকারিকরা জানিয়েছেন অন্তত এক সপ্তাহ ধরে পড়ুয়াদের কোনও সবজি দেওয়া হয়নি। তাঁরা স্বীকার করে নিয়েছেন মিড-ডে মিলে কখনও ভাত-ডাল, আবার কখনও শুধু হলুদ আর ভাতই পরিবেশন করা হয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, মিড-ডে মিলের কোনও জাগান নেই। তিনি জানান, ডিম, শাকসবজি সব ফুরিয়ে গিয়েছে। ভাঁড়ারে অবশিষ্ট চাল এবং হলুদ। তাই-ই ছেলেমেয়েদের পাতে দেওয়া হচ্ছে। এ দিকে সাপ্লায়ার অভিযোগ তুলেছে স্কুলের বিরুদ্ধে।সাপ্লায়ারের দাবি, বকেয়া টাকা মেটাচ্ছে না স্কুল। সেই কারণেই মিড-ডে মিলের সরঞ্জাম সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
Video: In Chhattisgarh School, Mid-Day Meal Is Just Rice And Turmeric https://t.co/vuC1zCxBJq pic.twitter.com/cDIPjCIPO6
— NDTV (@ndtv) July 6, 2024