![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/11/Mumbai-TRAIN-380x214.jpg)
নতুন দিল্লি, ২৫ অগস্ট: ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে আনলক-৪ (Unlock 4)। করোনা মহামারীর কারণে পাঁচমাস ধরে বন্ধ মেট্রো (Metro) ও লোকাল ট্রেন (Local Train) চলাচল। তবে কি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই চলবে লোকাল ট্রেন, মেট্রো? আনলক-৪-এ লোকাল ট্রেন, মেট্রো চালানোর ভাবনাচিন্তা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। খুলতে পারে সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রির অনুমতি। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, বাধ্যতামূলক মাস্ক। এমনই চিন্তাভাবনা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া হবে রাজ্যের ওপর।
স্বরাষ্ট্রমন্ত্রকের শেষ খবর অনুযায়ী, সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনা আক্রান্ত (COVID-19 Cases In India) ৬০ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনা আক্রান্ত ৩১ লাখ ৬৭ হাজার ৩২৪ জন। এরমধ্যে সংক্রামিত ৭ লাখ ৪ হাজার ৩৪৮ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন। এখনও পর্যন্তে দেখে কোভিডের মৃত্যু মিছিলে শামিল ৫৮ হাজার ৩৯০ জন। মহামারী করোনায় ধারাবাহিকভাবে করোনা বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে সোমবার করোনায় মৃত্যুর সংখ্যা সবথেকে কম। মুম্বইয়েও গতকাল করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। আরও পড়ুন, ১ দিনে সংক্রামিত ৬০, ৯৭৫ জন, ভারতে করোনা রোগীর সংখ্যা এখন ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪
আক্রান্তের সংখ্যা উর্ধমুখী। তাই ট্রেন চালু করা নিয়েও বিশেষ ভাবনাচিন্তা করা হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে ট্রেন, মেট্রো চালানো কতটা সম্ভব হবে তা ভাবছে কেন্দ্র সরকার। পাঁচ মাস লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। তাই ট্রেনের ভিড় এড়াতে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়েও ভাবা হচ্ছে। এরফলে টিকিটের দামে কোনও পড়বে কিনা তাও ভাবা হচ্ছে।