COVID-19 Cases In India: ১ দিনে সংক্রামিত ৬০, ৯৭৫ জন, ভারতে করোনা রোগীর সংখ্যা এখন ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৫ আগস্ট: সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনা আক্রান্ত (COVID-19 Cases In India) হলেন ৬০ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনা আক্রান্ত ৩১ লাখ ৬৭ হাজার ৩২৪ জন। এরমধ্যে সংক্রামিত ৭ লাখ ৪ হাজার ৩৪৮ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন। এখনও পর্যন্তে দেখে কোভিডের মৃত্যু মিছিলে শামিল ৫৮ হাজার ৩৯০ জন। মহামারী করোনায় ধারাবাহিকভাবে করোনা বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে সোমবার করোনায় মৃত্যুর সংখ্যা সবথেকে কম। মুম্বইয়েও গতকাল করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক কম।

গতকাল সারাদিনে মহারাষ্ট্রে ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত ৩৪ দিনের তুলনায় অনেক কম। সোমবার মুম্বইয়ে ২২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ১০০ দিনে এই প্রথম মুম্বইতে করোনায় মৃতের সংখ্যা এতটা কম গেল। প্রশাসনের কর্তাব্যক্তিরা জানাচ্ছেন, গত উইকএন্ডে ও গণেশ চতুর্থীতে মানুষ করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে বাড়িতে ছিল। সামাজিক দূরত্ববিধি মানা হয়েছে। তাই সংক্রমণ ও মৃত্যুর হার এক ধাক্কায় অনেকটা কমে গেছে। আরও পড়ুন-Manohar Lal Khattar: করোনাভাইরাস পজিটিভ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর

এই মুহূর্তে বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৩৮ লক্ষ ৬৯২ জনেরও বেশি। যেখানে ১ কোটি ৬৩ লক্ষ ৪৭ হাজার ৮৩৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত বিশ্বে করোনার মৃত্যু মিছিলে শামিল ৮ লক্ষ ১৬ হাজার ৫৩৪ জন। বিশ্বে সবথেকে করোনা বিধ্বস্ত দেশটি হল আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্ত ৫৯ লাখ ১৪ হাজার ৬৮২ জন। ৩৬ লাখ ২৭ হাজার ২১৭ জন আক্রান্তকে নিয়ে এরপরেই রয়েছে ব্রাজিল। ভারত হল বিশ্বের তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ, যেখানে মাত্র ১৬ দিনে ২০ লাখ থেকে আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়ে গিয়েছে।