মারগাঁও, ৬ ডিসেম্বর: গোয়ার (Goa) রাজনীতিতে ইতিমধ্যেই ঝড় তুলেছে তৃণমূল (TMC)। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ একঝাঁক নামী রাজনীতিবিদ ইতিমধ্যেই দিদির দলে যোগ দিয়েছেন। বাংলার বড় বড় তৃণমূল নেতা-নেত্রীরা গোয়ায় ঘাঁটি গেরে দলের ভিত তৈরির চেষ্টা করছেন। এর মধ্যেই রাজনৈতিক স্তরে গোয়ায় বড় সাফল্যের পথে তৃণমূল।
এক সময় গোয়ার রাজনীতিতে বড় পার্টি মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি (Maharashtrawadi Gomantak Party ) বা 'এমজিপি' (MGP), বর্তমানে বিজেপির শরিক দল তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চলেছে। চলতি সপ্তাহেই তৃণমূল, এমজিপি জোটের ঘোষণা হতে পারে। গোয়া বিধানসভায় এমজিপি-র একজন বিধায়ক আছে। ২০১৭ গোয়া বিধানসভায় এমজিপি জোট করেছিল বিজেপির সঙ্গে। এদিকে, আম আদমি পার্টিও গোয়ায় ভাল ফল করতে যাবতীয় পরিশ্রম করছে। আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন টুইট
SOURCES: #MGP- #TMC alliance talks in #Goa at final stage. Announcement likely soon.
A Fmr ally of the #BJP it gave support to the BJP in 2017 state poll, the MGP has only one MLA in the current Vidhan Sabha.
— Sreyashi Dey (@SreyashiDey) December 6, 2021
সম্প্রতি গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরো তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলে যোগদানের পরই ফ্যালিরোকে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি করা হয়। ফ্যালিরোর পাশাপাশি লিয়েন্ডার পেজ এবং নাফিসা আলিও পরপর গোয়া থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন যজ্ঞে সামিল হাতে চান। সেই কারণে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে চজানান লিয়েন্ডার। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি ভোটে লড়তে প্রস্তুত বলেও জানান এই খেলোয়াড়।
ত্রিপুরার (Tripura) পর এবার তৃণমূল কংগ্রেসের (TMC) নজরে গোয়া। সেই কারণে ফের গোয়া সফরের পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই গোয়া সফরের পরিকল্পনায় তৃণমূল কংগ্রেস নেত্রী। জানা যাচ্ছে, আগামী ১৩ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একসঙ্গে গোয়া সফরে যেতে পারেন। গোয়া বিধানসভা নির্বাচনে খাতা খুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই একযোগে এবার মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় সফরে যেতে চাইছেন বলে খবর। কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই গোয়ায় সংগঠন শক্তিশালী করে ভোটে লড়াই করতে চাইছে তৃণমূল কংগ্রেস।