Photo Credits: ANI

যমুনানগর: ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের একটি পূর্ণাবয়ব মূর্তিতে (Dr Bhimrao Ambedkar's statue) ভাঙচুরের (vandalised) জেরে উত্তেজনা ছড়াল হরিয়ানার (Haryana) যমুনানগরের (Yamunanagar) নাহারপুর গ্রামে (Naharpur Village)।

শনিবার সকালে মূর্তি ভাঙার বিষয়টি নজরে পড়তেই ক্ষেপে ওঠেন এলাকায় বসবাসকারী দলিত সম্প্রদায়ের (Dalit community) মানুষরা। মূর্তির কাছে রাস্তায় উপরে দাঁড়িয়ে প্রতিবাদ (protest) করতে দেখা যায় দলিত সম্প্রদায়ের মহিলা, পুরুষ ও শিশুদের। তাদের দাবি (demands), প্রশাসনের তরফে মূর্তির সামনে ফেন্সিং (fencing) লাগানোর পাশাপাশি রাস্তায় আলো (street lights) দিতে হবে। সেই সঙ্গে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরাও (CCTV cameras)।

ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আরও পড়ুন: Mainpuri Shocker: বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে গণ্ডগোলের জেরে তুমুল মারামারি, উত্তরপ্রদেশে খুন ব্যক্তি