প্রতীকী ছবি

মৈনপুরী: বিয়েবাড়িতে (Wedding) রসগোল্লা (Rasgulla) খাওয়া নিয়ে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল। সেই গণ্ডগোল পরে তুমুল মারামারিতে (Fight) পরিণত হয়। যার জেরে ঘটনাস্থলে প্রাণ হারালেন (Died) ৫০ বছরের এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মৈনপুরী (Mainpuri) জেলার বিকাপুর (Bikapur) গ্রামে। খুনের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তারপরই পালিয়ে গেছে তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বিকাপুর গ্রামে একটি বিয়েবাড়িতে যোগ দিতে হরিয়ানা (Haryana) থেকে এসেছিলেন ৫০ বছরের রণবীর সিং। বিয়ের কনে তাঁর আত্মীয় ছিলেন। বিয়ের অনুষ্ঠান একদিকে চলছিল আর অন্যদিকে চলছিল খাওয়াদাওয়া। আচমকা ভাঁড়ারের জায়গায় রাখা রসগোল্লা হাতে করে তুলে খায় বিয়েবাড়িতে আসা এক ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে তাকে এভাবে ভাঁড়ারের জায়গা থেকে রসগোল্লা খেতে বারণ করেন রণবীর। এর জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

এর মাঝেই রসগোল্লা খাওয়া ব্যক্তির সঙ্গে থাকা তিন সঙ্গী লাঠি ও লোহার রড নিয়ে রণবীরের উপর চড়াও হয়। তারপর চারজন মিলে ৫০ বছরের ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করতে থাকে। চোখের সামনে এই ঘটনা দেখে তাদের আটকাতে গিয়ে জখম হন রণবীর সিংয়ের শ্যালকও।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। চার অভিযুক্ত রজত, অজয়, সত্যবান ও ভারতের বাড়ি বিকাপুর গ্রামেই। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক। অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। আরও পড়ুন: Indian Army: চিন সীমান্তের গোপন তথ্য ISI গুপ্তচরকে বিক্রির অভিযোগ, কোর্ট মার্শাল ভারতীয় সেনা জওয়ানের