দিল্লি, ১৭ অগাস্ট: পাকিস্তান এবং সিরিয়ায় যে ঘৃণার বাতাবরণ, এবার সেই ছবি দেখা যাচ্ছে ভারতে। এবার এননই মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে পিডিপি নেত্রী মুফতি বলেন, সিরিয়া এবং পাকিস্তানের ঘৃণার বাতাবরণের সঙ্গে বারতের চিত্র মিলে যাচ্ছে। ভারতে বর্তমানে মানুষ হাতে বন্দুক তুলে নিচ্ছেন একে অপরকে খুনের জন্য। যে হারে ঘৃণা ছড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের একে অপরের হাতে বন্দুক দেখা যাচ্ছে। এমন ছবি পাকিস্তান এবং সিরিয়ায় দেখা যায় বলে দাবি করেন মুফতি। তিনি আরও বলেন, 'পকিস্তান এবং সিরিয়ায় আল্লাহু আকবর বলে মানুষ একে অপরকে খুন করে, এখানে জয়া শ্রীরাম ধ্বনি দিয়ে অন্যের প্রাণ কাড়া হচ্ছে। তাহলে পাকিস্তান এবং সিরিয়ার সঙ্গে বর্তমানে ভারতের পার্থক্য কোথায়' বলে প্রশ্ন তোলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মুফতি। তিনি বলেন, বর্তমানে ভারতবর্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ি প্রধানমন্ত্রী।