শ্রীনগর, ১ নভেম্বর: ফের গৃহবন্দি (House Arrest) করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (PDP) সভাপতি মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti)। সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাড়িতেই তাঁকে গৃহবন্দি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মুফতির বাসভবনের প্রবেশপথে একটি মোবাইল বাঙ্কার পার্ক করে রাখা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার মুফতির বাসভবনে পিডিপি-র কোর গ্রুপের একটি নির্ধারিত বৈঠক রয়েছে। সেই বৈঠক আদৌ হবে কি না তা জানা যায়নি। আরও পড়ুন: Uttar Pradesh: 'সর্দার প্যাটেল, গান্ধীর সঙ্গে দেশ স্বাধীন করেছেন জিন্না', অখিলেশের মন্তব্যে বিতর্ক
২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি কাশ্মীরের থেকে ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়৷ তারপরই মেহবুবা-সহ কাশ্মীরের অন্য নেতা-নেত্রীদের গৃহবন্দি করে প্রশাসন। প্রায় ১৪ মাস পর গত বছরের অক্টোবরে মুক্তি পান মেহবুবা। তাঁর আগে ধাপে ধাপে ফারুক ও ওমর আবদুল্লা-সহ সব বড় নেতাদের ছেড়ে দেয় প্রশাসন। মায়ের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা৷ আদালত সরকারের কাছে জানতে চেয়েছিল কতদিন মেহবুবাকে বন্দি রাখা হবে। এনিয়ে সরকারের জবাবদিহিও চেয়েছিল আদালত। তার পরই মুক্তি দেওয়া হয় মেহবুবাকে।