শ্রীনগর, ২১ অগাস্ট: গৃহবন্দি (House Arrest) করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (PDP) সভাপতি মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti)। রবিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে তাঁর সরকারি বাসভবনে গৃহবন্দি করা হয়েছে মেহবুবাকে। ১৬ অগাস্ট স্থানীয় কাশ্মীরি পণ্ডিত সুনীল কুমারকে হত্যা করেছিল জঙ্গিরা। পিডিপি-র মুখপাত্র সুহেল বুখারি আইএএনএসকে জানিয়েছেন যে রবিবার শোপিয়ান জেলার চোটিগাম গ্রামে সুনীলের বড়িতেই যাওয়ার কথা ছিল মেহবুবার।
মুফতি টুইটারে লিখেছেন, "ভারত সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার মধ্যে ঠেলে দিতে চায়। যারা উপত্যকা ছেড়ে পালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সরকারি নির্মম নীতির কারণে তাঁরা দুর্ভাগ্যজনকভাবে জঙ্গিদের টার্গেট হচ্ছেন। তাদের শত্রু বলেই আজ আমাকে গৃহবন্দি করা হয়েছে।" আরও পড়ুন: Karnataka Shocker: হোটেলের রুমে প্রেমিকার সঙ্গে একান্তে খুনে অভিযুক্ত, বাইরে পাহারা দিচ্ছে পুলিশ!
My attempts to visit Suneil Kumar’s family at Chotigam today were scuttled by the administration. The same administration claims that locking us up is for our own security while they themselves visit every nook & corner of the Valley. pic.twitter.com/CloCOgRRVf
— Mehbooba Mufti (@MehboobaMufti) August 21, 2022
মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার বিষয়ে যদিও সরকারি তরফে কোনও কিছু জানানো হয়নি।