
ইন্দোর, ১১ জুন: সোনম রঘুবংশী যে ভাড়াটে গুন্ডাদের দিয়ে মেঘালয়ের পাহাড়ে (Meghalaya Murder) রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi) খুন করায়, কাজের পর তাদের হাতে ২০ লক্ষ টাকা দেয়। ভাড়াটে গুন্ডাদের দিয়ে স্বামীকে খুন করানোর পর ২০ লক্ষ টাকা দেয় সোনম (Sonam Raghuwanshi)। এমনই মেঘালয় মেঘালয়জানানো মেঘালয় পুলিশের তরফে। পুলিশ সূত্রে খবর, সোনম প্রথমে ভাড়াটে খুনিদের ১৫ হাজার টাকা দেয় কাজের আগে। স্বামীর ব্যাগ থেকে ওই ১৫ হাজার টাকা নিয়ে খুনিদের দেয় সোনম। রাজাকে খুনের পর খুনিদের হাতে ২০ লক্ষ টাকা দেয় সোনম। স্বামীর ব্যাগ থেকে টাকা নিয়ে তাঁরই খুনিদের ২০ লক্ষ টাকা দেয় সোনম রঘুবংশী। যে তথ্য পুলিশের হাতে আসার পর, তা নিয়ে গোয়েন্দারা ভাবতে বসেছেন।
সোনম রঘুবংশীকে গত মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে। রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সোনমকে। উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে পুলিশ সোনমকে পাকড়াও করে। সোনমকে যেমন গ্রেফতার করা হয়, তেমনি তার সঙ্গে আরও ৪ জনকে পুলিশ পাকড়াও করে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকেই ওই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সোনম রঘুবংশীর কুকীর্তি নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়।
এদিকে সোনমের প্রেমিক হিসেবে যাকে গ্রেফতার করা হয়েছে, সেই রাজ কুশওয়ার (Raj Kushwaha) দাবি, সে মেঘালয়ে যেতে চায়নি। সোনম যে পরিকল্পনা করে, তার সঙ্গে নিজেকে জড়াতে চায়নি রাজ কুশওয়া। সেই সঙ্গে বাকি ৩ জনকেও এ বিষয়ে রাজ সতর্ক করে। তবে সোনম রঘুবংশী কোনও কথা শোনেনি। খুনিদের জন্য মেঘালয়ের টিকিট বুক করতেই তারা সোনমের কথা মত রাজা রঘুবংশীকে খুনের জন্য উত্তরপূর্বের ওই রাজ্যে পাড়ি দেয়। এরপরই ঘটে যায় জঘন্যতম অপরাধ।
শুধু তাই নয়, সোনমের কথা শুনতে চায়নি খুনিরা শেষ পর্যন্ত। তবে টাকার লোভ দেখিয়ে সোনম তাদের রাজি করিয়ে নেয়। ১৫ লক্ষ টাকার বিনিময়ে যাতে রাজা রঘুবংশীকে খুন করা হয়, সেই কথা জানায় সোনম। সোনমের পরিকল্পনাতেই ভাড়াটে খুনিরা রাজা রঘুবংশীর প্রাণ নেয় বলে দাবি করা হয় ধৃতদের তরফে। মেঘালয় পুলিশ সূত্র এমন দাবি করা হয়েছে।
খুনের পর ভাড়াটে খুনিরা যেমন গা ঢাকা দেয়, তেমনি সোনমও চলে যায় অসমে। এরপর সেখান থেকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পাড়ি দেয় সোনম। উত্তরপ্রদেশের গাজ়িপুরের (Gazipur) একটি ধাবায় সোনম হাজির হলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। তারপরই একের পর এক তথ্য সামনে আসতে শুরু করে।