মেঘালয়ে শুরু হয়েছে বিধানসভার নির্বাচন। তবে নির্বাচনে সাধারন মানুষের অংশগ্রহকে কেন্দ্র করে একটি ভোটারও যাতে ভোট দেওয়া থেকে বাদ না যায় তার যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যকে সামনে রেখে মেঘলয়ার দুর্গম এলাকায় ভোটের ব্যালট নিয়ে পৌছে যাচ্ছেন ভোটকর্মীরা।
দুর্গম পথ হোক বা জঙ্গল কিংবা নদীপথ সব প্রতিকূলতাকে পেরিয়ে ভোটারদের কাছে পৌছে যাচ্ছেন ভোটকর্মীরা। সঙ্গে মেঘালয়ের ঐতিহ্যবাহী 'খাসি বাক্সের' মাধ্যমে মাল পত্র নিয়ে উড়ছেন চড়াই উতরাই পথ।
যেমন, কামসিং পোলিং স্টেশনে ভোটার সংখ্যা মাত্র ৩৫। তবে সেখানাকার ভোটাররা যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয় তার জন্য নদীপথ পেরিয়ে সেখানে গেছেন ভোটকর্মীরা।
মেঘালয়ের নোঙনা , যা বনাঞ্চল ঘেরা এলাকা এবং হাতিদের অন্যতম করিডর,সেখানেও পাঠানো হয়েছে ভোটকর্মীদের। বনকর্মীদের সঙ্গে নিয়ে সেই স্থানে ভোটের কাজ সম্পন্ন করতে গিয়েছেন ভোটকর্মীরা।
ইতিমধ্যেই সকাল থেকে ভোটদান শুরু হয়ে গেছে মেঘালয়ের বিভিন্ন কেন্দ্রে। মোট ২১ লক্ষ ভোটার ভোট দিচ্ছেন এবারের বিধানসভা নির্বাচনে। যা ৩৬৯ জনের ভাগ্য নির্ধারন করবে।রাজ্যের ৫৯ টি বিধানসভা কেন্দ্রের ৩৪১৯ টি পোলিং স্টেশনে অনুষ্ঠিত হবে এই ভোটদান পর্ব। ভোটারদের মধ্যে ১০.৯৯ লক্ষ মহিলা এবং ১০.৬৮ লক্ষ পুরুষ রয়েছেন।
EC officers brave difficult terrain, trek for hours to reach polling stations in Meghalaya
Read @ANI Story | https://t.co/damOVX8oCs#Meghalaya #ECI #MeghalayaElections pic.twitter.com/oTJOFA9gFu
— ANI Digital (@ani_digital) February 27, 2023