মুম্বই, ২২ নভেম্বরঃ মহারাষ্ট্রে রুদ্ধশ্বাস গতিতে বেড়ে চলেছে হামের (Measles) প্রকোপ। শিশুদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সংক্রমের মাত্রা যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। হাম বা বসন্তে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের আরও এক শিশুর মৃত্যু হল।
মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation) থেকে সোমবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে ২৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এক বছরের একটি শিশুর প্রাণ করেছে হাম বা বসন্ত। এই মুহুর্তে মহারাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা পৌঁছল ২০৮। সংক্রমের তুলনায় মৃতের সংখ্যা তুলনামূলক ভাবে কম হলেও হামের যে প্রাদুর্ভাব তাতে চিকিৎসকদের কপালে চিন্তার ভাজ ফেলতে শুরু করেছে।
চলতি বছরের গোড়ার দিক থেকেই বানিজ্য নগরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে থাকে হামের ভাইরাস (Measles Virus)। মহারাষ্ট্রে (Maharashtra) এখনও অবধি ৮ জনের প্রাণ কেড়েছে হাম বা বসন্ত। জ্বর, ফুসকুড়ি, র্যাশ সহ ৩,২০৮ জনকে হাম আক্রান্ত হিসাবে সনাক্ত করা হয়েছে। মুম্বই পুরসভা (BMC) তরফ থেকে জানানো হয়েছে, ৯৪ জন হাম আক্রান্তকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যার মধ্যে ৬৭ জনের অবস্থা স্থিতিশীল, ২৬ জনকে রাখা হয়েছে অক্সিজেনের সাপোর্টে। ১ জন য়েছে ভেন্টিলেশনে।