বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তিকে স্বচ্ছ করতে ব্যবহার করা হচ্ছে পিআর এজেন্সি। পাকিস্তানে অপারেশন সিঁদুর লঞ্চ করা থেকে বিশ্বের অনান্য শক্তিধর দেশগুলিকে এই কঠিন সময়ে পাশে পাওয়া। এই সমস্ত বিষয়ে ভারতের গুরুত্বুপূর্ণ পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে শত্রুপক্ষ। ভারত এই বিষয় নিয়ে এতদিন কোনও মন্তব্য করেনি। তবে অপারেশন সিঁদুরের পর ভারত যে কর্মসূচিগুলি করছে, তারপর আবারও নতুন করে মাথাচাঁড়া দিয়ে উঠছে এই ইস্যু। এবার পিআর এজেন্সি নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

পিআর এজেন্সি নিয়ে রণধীর জয়সওয়ালের বক্তব্য

তিনি বলেন, এটা নতুন কিছু নয়। এই পদ্ধতি কয়েক দশক ধরে বিশ্বের একাধিক দেশে হয়ে আসছে। ১৯৫০-এর আগে থেকে ১৯৪০ থেকে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের সরকার এই ধরনের সংস্থাকে দায়িত্ব দিচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় ওয়াশিংটন ডিসি-তে বিশ্বের প্রথম লবি ফার্ম তৈরি করা হয়েছিল। তারপরে বাকি দেশও এই ধরনের সংস্থাকে দায়িত্ব দিতে শুরু করে। ভারতীয় দূতাবাসের সঙ্গেও এই ধরনের সংস্থা যোগাযোগে রয়েছে।

দেখুন রণধীর জয়সওয়ালের বক্তব্য

আমেরিকার বিচার বিভাগের ওয়েবসাইটে রয়েছে সমস্ত তথ্য

রণধীর আরও বলেন, আমরা কোনও লুকোচুরি বা ভিত্তিহীন মন্তব্য করি না। আপনারা আমেরিকার বিচার বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। ২০০৫ থেকে ভারতে এই প্রক্রিয়া চলে আসেছে। আগামীদিনেও তা হবে।