India Demands Consular Access to Two Indians Arrested in Pakistan: নিজেদের অজান্তে পাকিস্তানে ঢুকে পড়া দুই ভারতীয়র কনস্যুলার অ্যাকসেস চাইল বিদেশ মন্ত্রক, দুজনে হয়তো পাক কূটনীতির শিকার আশঙ্কায় নয়াদিল্লি
রবীশ কুমার(Photo Credit: IANS)

নতুন দিল্লি, ২১ নভেম্বর: নিজেদের অজান্তেই পাকিস্তানে ঢুকে পড়া দুই ভারতীয়র কনস্যুলার অ্যাকসেস (consular access) চাইল বিদেশ মন্ত্রক (MEA)। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ওই দুজন সাধারণ মানুষ তাঁরা ২০১৬-১৭ নাগাদ নিজেদের অজান্তেই পাকিস্তানে প্রবেশ করে ফেলেন। এতদিন পর কেন পাকিস্তান তাদের গ্রেপ্তারির খবর জানালো সেটাই আশ্চর্যের। তাঁরা যাতে পাকিস্তানের কূটনীতির শিকার না হন, সেদিকেই এখন বিদেশমন্ত্রকের লক্ষ্য। সম্প্রতি পাক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রশান্ত বৈন্দম ও ধারি লাল নামে দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে পাকিস্তান। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রশান্ত তেলঙ্গানার বাসিন্দা। পেশায় তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। অন্য দিকে ধারি লাল মধ্যপ্রদেশের বাসিন্দা।

এদিকে হায়দরাবাদের সাইবারাবাদ পুলিশ সূত্রে খবর, প্রশান্ত ২০১৭ সাল থেকে নিখোঁজ ছিলেন। সাইবারাবাদ পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। পরিবারের দাবি, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সম্প্রতি একটি ভিডিও বার্তা মিলেছে। তাঁকে প্রতিবেশী রাষ্ট্রের পুলিশ গ্রেপ্তার করেছে বলে ওই ভিডিয়োয় জানিয়েছেন প্রশান্ত। তবে ধারি লালের সম্পর্কে সবিস্তার তথ্য এখনও পাওয়া যায়নি। এর পরেই পাকিস্তানকে নিশানা করেন রবীশ কুমার। তিনি বলেন, ‘‘আশা করি ওই দুই নাগরিককে যেন পাকিস্তান ব্যবহার না করে এবং তাদের কূটনীতির শিকার না বানায়। আমরা পাক সরকারের কাছে অবিলম্বে ওই দু’জনের কনস্যুলার অ্যাকসেস দেওয়ার দাবি করেছি।’’ আরও পড়ুন-Jharkhand Assembly Elections 2019: ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে কাশ্মীরের ৩৭০ ও অযোধ্যার রায়, দুই তাসকেই বাজি ধরে সেফ খেললেন অমিত শাহ

এদিকে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করে (Jaish-e-Mohammed chief Masood Azhar's blacklisting) রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদীর তালিকায় ঢোকাতে সক্ষম হয়েছে ভারত। এই বদলা নিতেই এখন চার ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে চায় পাকিস্তান। আর এই কাজে তারা পাশে পেয়েছে চিনকে। বন্ধু চিন পাকিস্তানকে এব্যাপারে সর্বতোভাবে সহায়তার ইঙ্গিত দিয়েছে। তাই ইটের বদলে পাটকেল মারতে তৎপর হয়ে উটেছে ইমরান খানের সরকার। পাকিস্তান যে চার ভারতীয়কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় ঢোকানোর চেষ্টা করছে, সেই বিষয়ে নিশ্চিত খবর পেয়েছে সাউথ ব্লক ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এই চার জন হলেন অন্ধ্রপ্রদেশের আপ্পাজি আঙ্গারা, ওড়িশার গোবিন্দ পট্টনায়েক দুগ্গিভালাসা, অজয় মিস্ত্রি এবং বেণুমাধব ডোঙ্গারা।