নয়াদিল্লি, ১৯ নভেম্বর: কোভিড-যোদ্ধাদের (Covid-Warriors) সন্তানদের জন্য বড় খবর ঘোষণা করল কেন্দ্র। এমবিবিএস/বিডিএস (MBBS/BDS) পরীক্ষায় বিশেষ কয়েকটি আসন সংরক্ষিত করা হয়েছে কোভিড-যোদ্ধাদের সন্তানদের জন্য। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে এই নিয়ম। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন (Dr. Harsh Vardhan) এই ঘোষণা করেন। পড়ুন: No Chhath Puja at Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না, কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে
২০২০-২১ শিক্ষাবর্ষে ৫টি সেন্ট্রাল পুল এমবিবিএস আসন সংরক্ষিত থাকবে বলে জানান হর্ষ বর্ধন। একইসঙ্গে তিনি বলেন, দেশকে করোনামুক্ত করতে যারা দিন-রাত জীবনের তোয়াক্কা না করে লড়াই চালিয়ে গেছেন। তাদের সম্মান জানাতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।
Five Central Pool MBBS seats have been reserved for this category for the academic year 2020-21. https://t.co/kCe5PNXttt
— ANI (@ANI) November 19, 2020
নিট (২০২০) পরীক্ষায় অনলাইন অ্যাপ্লিকেশন করে সকল পরীক্ষার্থীকেই পরীক্ষা দিতে হবে। সেখানে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পড়ুয়া বাছাই করা হবে। পাশাপাশি করোনাভাইরাস এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও আরও একবার মনে করিয়ে দিয়ে হর্ষ বর্ধন বলেন, "আপনি খুব সহজেই মারণভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবেন। মাস্ক পরুন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন এবং সবসময় নিজেকে জীবানুমুক্ত রাখতে স্যানিটাইজার ব্যবহার করুন।"