Uttar Pradesh Farmer Commits Suicide: সর্দি জ্বর হয়েছে, করোনাভাইরাস ভেবে আতঙ্কিত চাষি গ্রামকে বাঁচাতে কুয়োয় ঝাঁপ দিলেন
ছবিটি প্রতীকী

মথুরা, ১ এপ্রিল: ঠান্ডা লেগেছে জ্বরে ভুগছিলেন মথুরার চাষি। ভাবলেন মারণ রোগে আক্রান্ত হয়েছে। করোনার থাবা গ্রামে একবার পড়লে গোটা গাঁ উজাড় হয়ে যাবে। তাই সংক্রামক ব্যাধি থেকে গ্রামকে বাঁচাতে নিজেই আত্মঘাতী হলেন। মৃতের নাম মহেন্দ্র সিং। বয়স ৩৬ বছর। তিনি ভেবেছিলেন করোনাভাইরাসে (coronavirus) আক্রান্ত হয়েছেন। যদিও এই সংক্রান্ত কোনও নমুনা পরীক্ষা তাঁর হয়নি। তবুও গ্রামকে বাঁচাতে আত্মঘাতী হলেন তিনি। এনিয়ে সারা দেশে করোনার আতঙ্কে আত্মঘাতীর সংখ্যা ৪। মহেন্দ্র সিং স্থানীয় মুনদেশি গ্রামের বাসিন্দা। জ্বর নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তাইতো কুযোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন। মঙ্গলবার তাঁর দেহ ভেসে উঠতেই বিষয়টি প্রকাশ্যে আসে।

গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন মহেন্দ্র সিং, এমনটাই তথ্য দিয়েছে বাইপো হাকিম সিং। তাঁর মনে হয়েছিল, করোনায় আক্রান্ত হয়েছেন। আর সেই আতঙ্কেই আত্মঘাতী হলেন। হাইওয়ে তানার সার্কেল অফিসার বরুণ কুমার বলেন, ওই ব্যক্তি ভেবেছিলেন তাঁর শরীর থেকে গ্রামে সংক্রমণ ছড়াবে। তাই গ্রামকে বাঁচাতেই এই পথ বেছে নেন তিনি। আরও পড়ুন- Coronavirus Pandemic In US: ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনার বলি ৮৬৫, বিপর্যয়ের আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প

গত ২৪ মার্চ কানপুরের এক যুবকও নিজেকে করোনা আক্রান্ত মনে করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন। তিনিও জ্বরে ভুগছিলেন। করোনার টেস্টে না করেই ধরে নেন মারণ ভাইরাস তাঁকে গ্রাস করেছে। তাইতো সংক্রমণ এড়াতে আত্মঘাতী হন। গতমাসে হা পুর ও বরেলিতে দুজন আত্মঘাতী হয়েছিলেন। তাঁদের আত্মহননের কারণ একই দুজনেই ভেবেছিলেন তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত।