Hyderabad Building Fire (Photo Credits: X)

হায়দরাবাদ, ১৮ মেঃ রবিবার সাত সকালে হায়দরাবাদে সাংঘাতিক অগ্নিকাণ্ড। চারমিনারের কাছে গুলজার হাউস নামে একটি বহুতল আবাসনে আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বহু আবাসিকের। এনডিটিভি জানাচ্ছে, মৃতের সংখ্যা আনুমানিক ১৭। মৃতদের মধ্যে রয়েছে শিশুও। জখম হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে ৭ জন গুরুতর ভাবে ঝলসে গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আবাসনের ভিতরে এখনও আটকে রয়েছেন বহু আবাসিক। জারি রয়েছে উদ্ধারকাজ। যদিও প্রশাসনের তরফে মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

তেলেঙ্গানার মন্ত্রী পুন্নম প্রভাকর ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, রবিবার সকাল ৬টা থেকে ৬:১৬-র মধ্যে ওই আবাসনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই তেলেঙ্গানা সরকারের দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল বাহিনী সকলকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে থাকা বেশিরভাগ আবাসিক মারা গিয়েছেন।

সাংঘাতিক অগ্নিকাণ্ডঃ

কীভাবে বহুতলে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। লাগাতার ফোন করে খোঁজখবর নিচ্ছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে যাবতীয় তথ্য রাখছেন তিনি।

ক্ষতিপূরণের ঘোষণাঃ

প্রধানমন্ত্রী দফতরের তরফে দুর্ঘটনার শোকপ্রকাশ করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মাথা পিছু ৫০,০০০ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।