গয়া: বিহারের (Bihar) গয়া জেলার (Gaya District) বারা গ্রামের (Bara Village) গণহত্যার (massacre) ঘটনায় মূল অভিযুক্ত মাওবাদী কমান্ডার কিরানি যাদবকে (Maoist outfit commander Kirani Yadav) যাবজ্জীবন কারাদণ্ডের (life imprisonment) নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দেন গয়ার জেলা ও দায়রা আদালতের বিচারক (Gaya's District and Sessions Judge) মনোজ কুমার।
#Bihar: A court in Gaya on Thursday sentenced a Maoist outfit commander,Kirani Yadav who had led the February 12, 1992 Bara massacre where 35 men were killed, to life imprisonment. pic.twitter.com/pbmVXexrC8
— IANS (@ians_india) March 2, 2023
এপ্রসঙ্গে তিনি বলেন, "১৯৯২ সালের ১২ ফেব্রুয়ারি ১২ জন মানুষের গলা নিজে হাতে কেটেছিল (slit the throats) কিরানি যাদব। ২০০৭ সালে ধরা পড়ার পর থেকে গয়া সেন্ট্রাল জেলে (Gaya central jail) বন্দি রয়েছে সে। ভিডিয়ো কনফারেন্সের (video conferencing) মাধ্যমে আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।"
"Kirani Yadav, on February 12, 1992 had slit the throats of 12 persons with his own hands. He has been lodged in Gaya central jail since 2007. The quantum of punishment was announced through video conferencing." Gaya's District and Sessions Judge Gaya Manoj Kumar said.
— IANS (@ians_india) March 2, 2023
১৯৯২ সালের ১২ ফেব্রুয়ারি বিহারের গয়া জেলার বারা গ্রামের ভূমিহার রাজপুতদের উপর সংগঠিত আক্রমণ চালিয়ে ছিল মাওবাদীরা। যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল কিরানি যাদবের নামে। ওই দিন হরিজন সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের বদলা নিতেই নাকি মাওবাদীরা বারা গ্রামের ভূমিহার রাজপুতদের বেছে বেছে ৩৫ জনকে খুন করে। তাদের গলা ছুরি দিয়ে কেটে দেওয়ার পাশাপাশি গুলিও করা হয়। এই নৃংশস গণহত্যার (Bara massacre) কথা প্রকাশ্যে আসতেই তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও কেন্দ্রে আসীন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছিল বিরোধীরা। তার ১৫ বছর পর এই গণহত্যার ঘটনার মূল অভিযুক্ত কিরানি যাদবকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে গয়া সেন্ট্রাল জেলেই বন্দি ছিল সে। আরও পড়ুন: Narendra Modi Attacks Congress: উত্তর-পূর্বের তিনটি রাজ্যে ভালো ফলের পর কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদির, দেখুন ভিডিয়ো