চণ্ডীগড়, ২৪ অগস্ট: করোনায় আক্রান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Laal Khattar)। সোমবার তিনি কোভিড টেস্ট করিয়েছিলেন, রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেই টুইটে একথা জানান। তিনি টুইট করে লেখেন, 'আজ আমি করোনা ভাইরাসের টেস্ট (Coronavirus Positive) করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহ থেকে যে সমস্ত সহকর্মী এবং সহযোগী আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে অনুরোধ, আপনারও দয়া করে টেস্ট করান। আমার কাছের লোকজনের কাছে অনুরোধ, আপনারা নিজেদের কঠোরভাবে কোয়ারেন্টাইন করুন।'
আর হাতে গোনা কয়েকদিন পরে হরিয়ানা বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। তার ঠিক দু'দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। এর আগে হরিয়ানার স্পিকার জিয়ান চাঁদ গুপ্তা করোনায় আক্রান্ত হন। এছাড়াও, হরিয়ানার আরও দু'জন বিধায়ক করোনায় আক্রান্ত হন। আরও পড়ুন, সংক্রমণের ঊর্ধ্বগতি, করোনা আক্রান্তের সংখ্যায় ৩১ লাখের কোটা ছাড়ালো ভারত
I was tested for Novel Corona Virus today. My test report has returned positive.
I appeal to all colleagues and associates who came in my contact over the last week to get themselves tested. I request my close contacts to move into strict quarantine immediately.
— Manohar Lal (@mlkhattar) August 24, 2020
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৬১ হাজার ৪০৮। রবিবার সারাদিনে করোনার বলি ৮৩৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী সোমবার পর্যন্তে ভারতে মোট করোনা আক্রান্ত ৩১ লাখ ৬ হাজার ৩৪৯। মৃত্যু মিছিলে শামিল ৫৭ হাজার ৫৪২ জন।