নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর: আজ রবিবার ২৯ ডিসেম্বর। বছরের হিসেবে এদিন এই বছরের মত শেষ 'মন কি বাত'-এর (Mann Ki Baat) অনুষ্ঠান। অনুষ্ঠানে এদিন নিজের বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। আজ এই অনুষ্ঠানের ৬০তম পর্ব। ঘড়ির কাঁটা সকাল ১১টা ছুঁতেই অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শন নেটওয়ার্কে সম্প্রচারিত হতে শুরু করবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের বিষয়ে ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে আম জনতাকে অনুষ্ঠান শুনতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সেখানে লিখেছেন, '২০১৯ সালের শেষ মন কি বাত অনুষ্ঠানটি হবে রবিবার। আপনারা সকলে এটির সঙ্গে যুক্ত হন।'
আজকের মন কি বাত অনুষ্ঠানের দিকে নজর থাকবে সারা দেশের (India)। কারণ সবার নজর থাকবে দেশে সিএএ নিয়ে চলতি অশান্তি নিয়ে মুখ খোলেন কি না প্রধানমন্ত্রী, সেই দিকে। এর আগে ৫৯ তম 'মন কি বাত' অযোধ্যার ঐতিহাসিক রায়দানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ওই ইস্যুতে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। তাই এবারও গোটা দেশের নজর থাকবে সেই দিকেই। তিনি বলেছিলেন, 'যেভাবে ১৩০ কোটি দেশের মানুষ অযোধ্যার রায়কে (Verdict) মেনে নিয়েছেন তাতেই প্রমাণ হয় তাঁরা দেশের স্বার্থ রক্ষায় কতটা তৎপর। দেশে শান্তির আবহাওয়া বজায় রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।' আরও পড়ুন: Rajdeep Sardesai: সাংবাদিক রাজদীপ সরদেশাইকে নিয়ে করা পোলকে কেন্দ্র করে নিন্দার মুখে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবীয়
The final #MannKiBaat of 2019 will be held tomorrow at 11 AM. Do join. pic.twitter.com/Bu0N4h1ajN
— Narendra Modi (@narendramodi) December 28, 2019
এর আগে ৫৯ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজনীতিতে (Politics) আসার কোন ইচ্ছেই তাঁর ছিল না। তিনি নিজেকে এখনও এনসিসি ক্যাডেট হিসাবে দেখেন। সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা এই তিন বাহিনীর সঙ্গে এনসিসির ক্যাডেটদের তুলনা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে, দেশাত্মবোধ, নিঃস্বার্থভাবে কাজ করা শেখা যায় এই এনসিসি থেকে।' এনসিসি-র প্রশংসা করার পাশাপাশি ফিট ইন্ডিয়া নিয়েও কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, ডিসেম্বর থেকেই সিবিএসসি-র সব স্কুলে ফিট ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে। প্রায় ২২,০০০ সিবিএসসি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সেদিকে বেশি করে নজর দিতে বলেন তিনি।