নতুন দিল্লি, ২৫ এপ্রিল: করোনার আর্থিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের বর্ধিত হারে মহার্ঘভাতা (DA) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে এবার একযোগে বিজেপি (BJP) সরকারকে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধির পর এনিয়ে এবার সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। শনিবার মনমোহন সিং বললেন, "কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ-তে কোপ এই সময়ে অপ্রয়োজনীয়। যাঁদের মহার্ঘভাতা কমছে তাঁদের দিক থেকে ভেবে দেখা উচিত ছিল সরকারের।"
শুক্রবার জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বর্ধিত ডিএ ও ডিআর না দেওয়ার মোদি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। রাহুল গান্ধি টুইটে লেখেন, "কোটি কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্প এবং কেন্দ্রীয় ভিস্তার বিউটিফিকেশন প্রকল্প স্থগিত না করে জনসাধারণের সেবা করা মূল্যবৃদ্ধি ভাতা, কেন্দ্রীয় কর্মচারী, পেনশনার এবং জওয়ানদের ডিএ কেটে নেওয়া সরকারের একটি সংবেদনশীল এবং অমানবিক সিদ্ধান্ত।"একই সুরে সরকারকে ‘বাজে খরচ’ কমানোর পরামর্শ দেন কংগ্রেসের (Congress) অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। আরও পড়ুন: Rahul Gandhi Criticises Govt’s Decision: 'বর্ধিত মহার্ঘভাতা কাটা অমানবিক, এর চেয়ে বরং বুলেট ট্রেন, সেন্ট্রাল ভিস্তার মতো প্রকল্পগুলো বন্ধ করে দিন', প্রধানমন্ত্রীকে বার্তা রাহুল গান্ধীর
তিনি বলেন, "বুলেট ট্রেনের এক লক্ষ দশ হাজার কোটি টাকা স্থগিত করার কোনও লক্ষণই নেই। সংসদ ভবন এলাকা ঢেলে সাজানোর জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মানে এই কাজগুলোর জন্য সরকারের কাছে টাকা আছে। অথচ সীমান্তে লড়াই করা জওয়ান, কেন্দ্রীয় কর্মী ও অবসরপ্রাপ্ত ১.১ কোটি মানুষকে দেওয়ার মতো টাকা নেই।"