Photo Credit: Wikipedia

মণিপুরে নারীদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শীর্য আদালত। প্রশাসনের ভূমিকা নিয়ে শীর্য আদালত জানায়,  মে মাসের ৪ তারিখে ঘটনা ঘটার পর কেন ১৮ তারিখে এফআইআর রেজিস্ট্রার করা হল।যখন বিষয়টি জানা গেল যে মহিলাদেরকে নগ্নভাবে হাটিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তখন কি করছিল পুলিশ?এই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

এই ইস্যুতে সরেজমিনে পরস্থিতি পর্যালোচনা করতে বিরোধী দলের পক্ষ থেকে ২১ সদস্যের দল যায় মণিপুরে। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা। বিরোধী দলের পক্ষ থেকে মণিপুরে শান্তি ফেরানোর কথা বারবার বলা হলেও কেন্দ্র তাতে কর্ণপাত করছেন না বলে অভিযোগ জানায় সদ্য গঠিত হওয়া মহাজোট ইন্ডিয়ার সদস্যরা।

আগামীকাল পুনারায় বেলা ২ ঘটিকায় মণিপুর হিংসার শুনানির দিন ধার্য করেছে শীর্য আদালত।