ইম্ফল, ৫ জুলাই: একটু একটু করে শান্ত হচ্ছে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্য শান্ত হলে, বুধবার থেকে স্কুল খোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। বুধবার থেকে যখন মণিপুরে স্কুল খোলার তোড়জোড় শুরু হয়, সেই সময় ফের অশান্তি ছড়ায় থৌবল জেলায়। রিপোর্টে প্রকাশ, থৌবল জেলায় ইন্ডিয়ান রিজার্ভ বিযাটেলিয়নের চাউনি হামলা চালিয়ে, সেখান থেকে অস্ত্র লুটের চেষ্টা করে উন্মত্ত জনতা। যা বাধা দিলে, উন্মত্ত জনতার সঙ্গে সেনা বাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ওই ঘটনার পরপরই ফের রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। কিন্তু অসম রাইফেলস এবংর্যাফ একযোগে রাস্তা অবরোধের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নাগালের মধ্য বলেও জানানো হয় সেনা বাহিনীর তরফে।
গত ৩ মে থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। যার প্রভাব প্রায় গোটা দেশ জুড়ে পড়তে শুরু করে।