নতুন দিল্লি, ১০ জুন: তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দফতর বণ্টনের মুহূর্তে বেসুরো শোনালো আরএসএস প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat) গলা। দীর্ঘদিন ধরে চলা মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে এতদিনে মুখ খুলে মোহন ভগবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠালেন। আরএসএস প্রধান উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের হিংসা ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলে জানালেন, "মণিপুরকে প্রাধান্য দিতে হবে। অবশ্যই সেখানে হিংসা থামাতে গুরুত্ব দিয়ে পদক্ষেপ করা উচিত।" মণিপুরে হিংসা থামাতেই হবে বলে নবগঠিত এনডিএ সরকারের উদ্দেশে বার্তা পাঠালেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান।
বিরোধীরা বারবার মণিপুরে হিংসার দায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ দাবি করে এলেও মোদী-শাহ গুরুত্ব দেননি। মহিলাকে নগ্ন অবস্থায় ঘোরানো থেকে শয়ে শয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা, গুলি-প্রকাশ্যে বোমা বর্ষণের ঘটেছে মণিপুরে। হিংসার আগুনের কারণে বহু মানুষ আশ্রয় শিবিরে আছেন। এরপরেও মণিপুরে একবার যাননি মোদী। অথচ তার পাশে ত্রিপুরা,অসম, মিজোরামে গিয়েছেন প্রধানমন্ত্রী । সেখানে হিংসা কিছুতেই থামাতে পারছে না কেন্দ্র ও রাজ্য সরকার। প্রসঙ্গত, মণিপুরে এবার দুটি লোকসভা আসনেই হেরে যায় বিজেপি। আজ, সোমবারও মুখ্যমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের কনভয়ে হামলা হয়। মোহন ভগবতের বার্তার পর মোদী এবার মণিপুর নিয়ে কী করেন সেটাই দেখার। আরও পড়ুন-তৃতীয় মোদী সরকারে কে কী মন্ত্রক পেলেন, জানুন এক নজরে
দেখুন খবরটি
#MohanBhagwat #Manipur #RSS pic.twitter.com/VlMui3pUqI
— NDTV (@ndtv) June 10, 2024
বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, অযোধ্যায় হারা, ইউপি-তে বিপর্যয়ের পর আরএসএস-এর প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে জল্পনা শুরু হয়। ভোট চলাকালীন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক সাক্ষাতকারে বলেছিলেন, তাদের দল এখন এতটা শক্তিশালী হয়ে গিয়েছে অন্য কোনও সংগঠনের সাহায্য ছাড়াই নিজের পায়ে একাই চলার ক্ষমতা রাখে। যা নিয়ে সংবাদমাধ্যমে জোর আলোচনা হয়।
মোদীর খারাপ ফলের পর সঙ্ঘের সঙ্গে বিজেপির সম্পর্ক কেমন হবে তা নিয়ে সবে যখন আলোচনা শুরু হয়েছে, সেই সময় মোহন ভগবতের মণিপুর নিয়ে এই মন্তব্য রাজনৈতিক মহলে ঝড় তুলছে।