Jairam Ramesh (Photo Credit: ANI/Twitter)

মঙ্গলবার শুরু হয়েছে মিজোরামে নির্বাচন।আর তার আগেই  মিজোরামে নির্বাচন উপলক্ষ্যে ভোট চেয়ে কংগ্রেসের কটাক্ষের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যে মণিপুরে হওয়া হিংসার জেরে মিজোরামে ভোট পর্যন্ত চাইতে যেতে পারেরনি প্রধানমন্ত্রী। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের আগে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।

এছড়াও কংগ্রেস জানিয়েছে যে উত্তর ভারত এবং অন্যান্য ভারতের মানুষেরা আশ্চর্য, কেন মণিপুর ইস্যুতে এখনও পর্যন্ত মুখ খুলছেন না প্রধানমন্ত্রী।

নির্বাচনের আগে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্র ধরেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস দল।

মণিপুরে হওয়া হিংসার কারণে এখনও পর্যন্ত অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেক। বিরোধীরা বার বার বলার সত্বেও একবার মণিপুরের দিকে যাননি প্রধানমন্ত্রী। মিজোরামে তাই শেষ বেলায় ভোট চাওয়ার কারনে কংগ্রেসের কটাক্ষের মুখে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মিজোরাম সহ আরও বেশ কয়েকটি রাজ্য নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ডিসেম্বরের ৩ তারিখে।