মণিপুরে বীরেন সিং সরকারের ওপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের বিষয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে দায়ী করল কুকি সম্প্রদায়ের প্রেসিডেন্ট তংমাঙ্গ হাওকাপ। এই বিষয়ে তিনি জানান, "এখন পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে, কেননা বর্তমান সরকার কুকি বিরোধী সরকার।এমনকি মুখ্যমন্ত্রী নিজেও কুকিদেরকে সন্ত্রাবাদী সংগঠন, মাদক পাচারকারী সংগঠন, বহিরাগত, পোস্ত চাষকারী, ড্রাগ পাচারকারী এবং আর কিনা কি বলেছেন।এই মত পরিস্থিতিতে আমাদের বর্তমান সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করা ছাড়া আর কোন উপায় নেই"।
মণিপুরে বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলার সত্বেও বিশেষভাবে পরিস্থিতির কোন উন্নতি হয়নি। উপরন্ত বেশ কয়েকদিন আগে বেশ কয়েকটি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে বিদ্রোহীরা। আইন শৃঙ্খলা অনেকটাই হালকা হওয়ার কারণে অপরাধীরা আরও সক্রিয়।তারওপর সমস্ত ঘটনার জেরে কুকি সম্প্রদায়কে দায়ী করার কারণে মণিপুরের সরকারের ওপর থেকে তারা সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিল। এই পরিস্থিতিতে কি বিরোধীদের দাবিতেই শিলমোহর পড়তে চলেছে। নাকি আরও সময় নিয়ে পরিস্থিতি শান্ত হওয়ার আশায় রয়েছেন মণিপুরে বীরেন সিং এর বিজেপি সরকার, এখন সেটাই দেখার।
#WATCH | On Kuki People’s Alliance (KPA) withdrawing support from the Manipur government, KPA president Tongmang Haokip says, "The situation now has changed because the present government is anti-Kuki people. Even the CM himself has openly denounced the Kukis as a terrorist… pic.twitter.com/Ug9jBGyJtC
— ANI (@ANI) August 7, 2023