Monkey (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ হনুমান (Monkeys) তাড়াতে গিয়ে বিপত্তি। হনুমানকে লক্ষ্য করে ছোড়া ধারাল কুড়ুল গলায় লেগে মৃত্যু দু'বছরের শিশুর। কুড়ুলটি ছোড়ে শিশুর বাবা নিজে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। অভিজুক্ত ব্যক্তির নাম লক্ষ্মণ সিং। মঙ্গলবার একটি হনুমানের দল তাঁদের বাড়িতে হানা দেয়। হনুমানদের তাড়ানোর চেষ্টা করেন লক্ষ্মণ। এরপরই হনুমানের দলকে ভয় দেখানোর জন্য একটি কুড়ুল ছুড়ে মারা হয়। উঠোনের এক পাশে খেলছিল তাঁর দু'বছরের সন্তান। তার গলায় গিয়ে লাগে কুড়ুলটি। সঙ্গে সঙ্গে গলগল কওরে রক্ত বের হতে থাকে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

হনুমানকে ভয় দেখাতে গিয়ে ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখল বাবা

জানা গিয়েছে, তড়িঘড়ি কাউকে কিছু না জানিয়ে শিশুর দেহ পুড়িয়ে দেয় লক্ষ্মণের পরিবার। কিন্তু এই লক্ষণের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন তাঁর শ্যালক জিতেন্দ্র সিং। তাঁর দাবি, লক্ষ্মণ তাঁর বোনকে শারীরিক ও মানসিক অত্যাচার কর‍ত। তাঁর আচার আচরণ মোটেই ভাল ছিল না। সন্তানকে খুন করতে পারে সে, এমনটাই অভিযোগ জিতেন্দ্রর। যদিও লক্ষণের পরিবারের দাবি, শিশুর উপর কুড়ুলটি ফেলেছে হনুমানের দল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 হনুমান তাড়াতে গিয়ে নিজের ২ বছরের সন্তানকে মেরে ফেলল বাবা