
নয়াদিল্লিঃ এবার লিভ-ইন পার্টনারকে (Live-In Partner) খুনের (Murder) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায় (Punjab)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সুনীল কুমার। পঞ্জাবের ধেনুপুরের খাজাজট গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে লুধিয়ানায় আসে সে। সেখানেই রাধিকা নামে ২০ বছরের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। রাধিকা ও সুনীল একই কারখানায় কাজ করত। সেখান থেকেই পরিচয় তারপর প্রেম। এরপরই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এই যুগল।
লিভ-ইন সঙ্গীকে গলায় ফাঁস দিয়ে খুন, গ্রেফতার প্রেমিক
বিগত ৬ মাস ধরে লুধিয়ানাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করে ওই যুগল। শুরুতে সব ঠিকঠাক চললেও পরে এই যুগলের মধ্যে বিভিন্ন কারণে অশান্তি শুরু হয়। এরই মাঝে সুনীল জানতে পারে, রাধিকা বিবাহতা। আর এরপরই বচসা চরমে পৌঁছয়। রাধিকার গায়ে হাত তোলে সুনীল। চরম অশান্তি হয়। এরপরই রাগের বশে রাধিকার হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে সুনীল। প্রেমিকাকে খুন করে সেখান থেকে পালায় সে। এরপর রাধিকার দেহ উদ্ধার হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুনীলকে।
সহকর্মী থেকে সহবাস, সঙ্গী বিবাহিতা জেনে গলায় ফাঁস দিয়ে খুন প্রেমিকের
Ludhiana Shocker: Man Strangles Live-In Partner to Death Over Her 'Past', Arrested in Uttar Pradesh's Gonda#Ludhiana #Murder #LiveInPartner #Gonda #UttarPradesh
— LatestLY (@latestly) June 22, 2025
Read: https://t.co/1WDjYzGguU
— LatestLY (@latestly) June 22, 2025