Man Shot dead in

পঞ্জাবে আবারও প্রকাশ্যে দিনের আলোয় খুন হতে হল এক ব্যবসায়ীকে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি দোকানের বাইরে চেয়ারে বসে থাকে এক দোকানদারকে গুলি করে হত্যা করে। পুলিশ বলে দোকানের মালিক ৫৩ বছর বয়সী হরজিন্দর সিং জোহল ভাটিন্ডার মল রোডে তার দোকানের বাইরে বসে ছিলেন, তখনই অজ্ঞাতপরিচয়  দু'জন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর জোহালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দোকানের সামনে লাগানও একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।পুলিশ জানিয়েছে যে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের সনাক্ত করতে তারা আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে।

বাথিন্দার এই মল রোডে প্রচুর দোকান , সেই সব দোকান সহ ব্যবসায়ী সমিতির প্রধান ছিলেন  হরজিন্দর সিং জোহল, তাই তাঁর হত্যার প্রতিবাদে স্থানীয় দোকানদাররা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পথে নেমেছেন।

সরব হয়েছেন প্রাক্তন পঞ্জাবের মন্ত্রী ও ক্রিকেটার নভজ্যোত সিং সিন্ধুও। পঞ্জাবের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছেন তিনি। ভাইরাল ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন - 'যে রাজ্যে মানুষের প্রথম মৌলিক অধিকার 'জীবন' ও 'সম্পত্তি' সুরক্ষিত নয়, সেখানে ভবিষ্যতে কে বাস করবে?'