ছবিটি প্রতীকী

থেনি, ২৮ মার্চ: ৯০ বছরের বৃদ্ধাকে গলায় কামড়ে হত্যা করল হোম কোয়ারান্টাইনে (home quarantine) থাকা এক যুবক। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) থেনি (Theni) জেলায়। এই ঘটনা সামনে আসার পর থেকেই চমক উঠছন সবাই। জানা গছে, শ্রীলঙ্কা থেকে ফেরার পর ৩২ বছরর ওই যুবক হোম কোয়ারান্টাইনে ছিলেন। গতরাতে নগ্ন অবস্থায় তিনি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর ৯০ বছরের বৃদ্ধার গলায় কামড় দেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধাকে। শনিবার তিনি মারা গেছেন। থেনি জেলার বোদিনায়াককানুরের এক পুলিশ কর্তা বলেছেন: "ওই যুবকের নাম মণিকান্দন। তিনি শ্রীলঙ্কা থেকে ফিরে এসেছিলেন। বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। তবে শুক্রবার নগ্ন হয়ে বাড়ি থেকে পালিয় যান ও ওই বৃদ্ধাকে কামড়ে দেন।" আরও পড়ুন: Youths Quarantined Themselves On Tree : বাড়িতে আলাদা ঘর নেই, পুরুলিয়ায় গাছের ডালে মাচা করে কোয়ারান্টাইনে কেরালা ফেরত ৭ যুবক!

পুলিশ জানিয়েছে যে মণিকান্দনকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং করোনাভাইরাস সংক্রমণের জন্য তাঁর পরীক্ষা করা হয়েছিল এবং ডাক্তাররা তাঁর মানসিক অবস্থার দিকে নজর রাখছেন। পুলিশ আরও জানিয়েছে যে মণিকান্দনের পরিবার ও ওই বৃদ্ধার মধ্যে পূর্ব শত্রুতা ছিল না। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।