সরকারি যোজনার খাতায় উঠল পর্নতারকার নাম। আর সেই নাম এবং নথি দেখেই প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত ১,০০০ টাকা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। বিভিন্ন সরকারের অধীনে রাজ্যেবাসীদের সুবিধার জন্যে চালু করা হয় বিভিন্ন আর্থিক প্রকল্প। বিজেপি সরকারের অধীনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের (Vishnu Deo Sai) চালু করা মাহাতারি বন্দন যোজনায় (Mahatari Vandan Yojana) রাজ্যের বিবাহিত মহিলারা মাসিক ১০০০ টাকা করে পেয়ে থাকেন। আর সেই প্রকল্পের নথিতে দেখা গেল প্রাক্তন পর্নতারকা সানি লিওনের (Sunny Leone) নাম। শুধু কি তাই, ভোক্তার স্বামীর নামে দেওয়া রয়েছে আরও জনপ্রিয় পর্নতারকা জনি সিনসের (Johnny Sins) নাম। সরকারি যোজনায় সানি-জনির নাম ভেড়িয়ে এমন প্রতারণার ছক ফাঁস হতেই চক্ষু চড়কগাছ সকলের।
সরকারি যোজনার নথিতে সানি লিওনের নাম...
ছত্তিশগড়ে চালু হওয়া মাহাতারি বন্দন যোজনার মাধ্যমে রাজ্যের বিবাহিত মহিলাদের মাসিক ১,০০০ করে অর্থপ্রদান করা হয়ে থাকে। আর সেই প্রকল্পের সুবিধা নিতেই এক প্রতারক প্রাক্তন পর্নতারকা সানি লিওনের (Sunny Leone) নাম ব্যবহার করেন। প্রকল্পের খাতায় সানির নামেই যাবতীয় তথ্য পেশ করেন। ওই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। স্বামীর নামের জন্যে ব্যবহার করেন মার্কিন পর্নতারকা জনি সিনসের (Johnny Sins) নাম। প্রতারক ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ১০ মাস ধরে ধুকেছে মাসিক এক হাজার টাকা।
সানি-জনির নামেই ব্যাঙ্কে ঢুকত মাসিক ১০০০ টাকা
প্রতারণার সেই ছক ফাঁস হতেই জেলা কালেক্টর তদন্তের নির্দেশ দেন। একজন অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। যদিও অভিযুক্ত বীরেন্দ্র যোশির দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে কেউ। এই বিষয়ে তাঁর কোন জ্ঞান নেই। তবে সরকারি প্রকল্পের যাচাইকরণ প্রক্রিয়ার ফাঁস গলে এমন প্রতারণার ঘটনা কীভাবে ঘটল সেই খটকাই লাগছে জেলা প্রশাসনের।