প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়াদিল্লিঃ বাইক (Bike) থেকে পড়ে গিয়ে রাস্তায়(Road) সংজ্ঞা হারান। অজ্ঞাত পরিচিয় ব্যক্তিকে ওই অবস্থায় দেখে ছুটে আসে পুলিশ(Police)। এরপর তদন্ত(Investigation) শুরু হতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তদন্তে নেমে জানা যায়, আহত ওই যুবকের নাম ময়ূর তারাপারা। বয়স ৩২। পুলিশকে তিনি জানান, কেউ বা কারা কালাজাদুর বশে তাঁর আঙুল কেটে নিয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর কথা বিশ্বাস করে পুলিশ। কিন্তু তদন্ত যত এগোয় ময়ূরের উপরেই সন্দেহ বাড়তে থাকে পুলিশের। এরপর জানা যায়, নিজেই নিজের আঙুল কেটেছেন তিনি। কিন্ত কী কারণে এমন কাণ্ড ঘটাল ওই যুবক? যা শুনে হতবাক তদন্তকারী অফিসারেরা। যাতে কাজ না করতে হয় তাই আঙুল কেটে ফেলেন ওই যুবক। সুরাটে ময়ূরের এক আত্মীয়ের হিরের ব্যবসা রয়েছে। সেখানেই কম্পিউটার অপরেটর হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু সেই কাজে মন বসছিল না তাঁর। কিন্তু আত্মীয়কে সরাসরি তা বলেও উঠতে পারছিলেন না তিনি। তাই নিরুপায় হয়ে এই চরম পদক্ষেপ করেন।

 রাস্তায় অজ্ঞান যুবক, হাতের চারটি আঙুল কাটা, তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের