Representational Image | (Photo Credits: PTI)

চেন্নাই: দিনের বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়াতে রিলস (reels) ভিডিয়ো (Video) বানাত স্ত্রী। বহুবার বারণ করেও কোনও কাজ হয়নি। এর জেরে শেষপর্যন্ত স্ত্রীকে খুন করল ৩৮ বছরের এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) ত্রিরুপ্পুর (Tiruppur) জেলার সেল্লাম নগরে (Sellam Nagar)। মৃতার নাম চিত্রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিন্ডুগলের বাসিন্দা ৩৮ বছরের অমৃত লিঙ্গম চিত্রাকে বিয়ে করার পর থেকে সেল্লাম নগরে বসবাস করত। আর স্থানীয় সবজি বাজারে দিনমজুরের কাজ করত। আর স্ত্রী চিত্রা কাজ করতেন একটি পোশাক কারখানায়। কাজের ফাঁকেই টিকটক ও ইনস্ট্রাগামে রিল ভিডিয়ো বানানোর অভ্যাস ছিল তাঁর। এই বিষয়টি নিয়ে অমৃত লিঙ্গমের সঙ্গে একাধিক বার ঝগড়া হত চিত্রার। অমৃত লিঙ্গমের অভিযোগ ছিল, এই ধরনের কাজ করে অনেক সময় ফালতু নষ্ট করছে চিত্রা। যদিও তাতে পাত্তা না দিয়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জনের জেরে তিনি অভিনয়ে নামার স্বপ্ন দেখছিলেন। এই কারণে দুমাস আগে চেন্নাইয়ে যান চিত্রা। এর মধ্যেই ইনস্ট্রাগামে ৩৩ হাজারের বেশি ফলোয়ার তৈরিও হয়েছিল তাঁর।

গত সপ্তাহে মেয়ের বিয়ে উপলক্ষে সেল্লাম নগরে ফিরে এসেছিলেন চিত্রা। আর বিয়ে শেষ হওয়ার পর চেন্নাইয়ে ফিরে যেতে চাইলে তাঁকে বাধা দেয় অমৃত লিঙ্গম। এই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল ঝগড়া। এর তার জেরেই গত রবিবার রাতে চিত্রার গলায় চাদর জড়িয়ে তাঁর শ্বাসরোধ করে খুন করে অমৃত। পরে ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালায়। তবে তার আগে মেয়ে জানায় যে সে চিত্রাকে আঘাত করেছে। সেই কথা শুনে চিত্রার মেয়ে ঘরে গিয়ে দেখে মা মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখেই পুলিশ খবর দেয় চিত্রার মেয়ে। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অমৃত লিঙ্গমকে গ্রেফতার করে পুলিশ।