রামপুর, ৭ নভেম্বর: ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের (India) বিরুদ্ধে জিতেছে পাকিস্তান (Pakistan)। সেই ম্যাচে বাবর আজমদের সমর্থন করায় স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুরে। আজিমনগরের বাসিন্দা ঈশান মিয়া। অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর তাঁর স্ত্রী রাবিয়া শামসি এবং রাবিয়ার মা-বাবা পটকা ফাটিয়ে এবং হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে উদ্যাপন করেছেন।
পুলিশ সুপার অঙ্কিত মিত্তাল জানিয়েছেন, ওই ব্যক্তি অভিযোগ করেছেন যে তাঁর স্ত্রী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে মজা করেছেন। রামপুর জেলার গঞ্জ থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ধারা এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইনে এফআইআর দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০,৮৫৩ জন, মৃ্ত্যু ৫২৬ জনের
পুলিশ জানিয়েছে, বিয়ের পর পরই ঈশান মিয়া ও তাঁর স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। স্ত্রী তাঁর পরিবারের সঙ্গে থাকেন। তিনি স্বামীর বিরুদ্ধে পণের মামলা করেছেন।