Accident Representative Photo

প্রবল ঝড়়বৃষ্টির জেরে ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বেঙ্গালুরুতে (Bengaluru)। বুধবার কোরামঙ্গলাতে চলন্ত বাইকের ওপর পড়ল আস্ত একটি গাছ। আর তাতে মৃত্যু হল বাইক চালকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইকের সহযাত্রী। যদিও মৃত বা আহত কারোরই এখনও নাম পরিচয় প্রকাশ্যে আনেনি তদন্তকারীরা। মৃতদেহটি পাঠানো হয়েছ ময়নাতদন্তের জন্য। তবে এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। এমনকী রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটলেও ওই এলাকায় গাছ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে লেগে যায় বৃহস্পতিবার সকাল।

বাইক দুর্ঘটনায় মৃত এক

মৃত ব্যক্তি পেশায় একজন বাইক রাইডার ছিলেন। এদিন কোরামঙ্গলা থেকে এক যুবককে পিক করে গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই এখটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বড় গাছ উপড় পড়ে তাঁদের বাইকের ওপরে। স্থানীয় এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, গাছের একটি মোটা ডাল চালকের মাথায় পড়ে। যার ফলে বাইক থেকে সহযাত্রীকে নিয়ে ছিটকে পড়েন চালক।

দুর্ঘটনায় আহত সহযাত্রী

এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। আহত সহযাত্রী সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।