Photo Credit_twitter

যান্ত্রিক গোলযোগে লিফটে আটকে পরেছিলেন , সেখান থেকে মুক্তি পেতেই চড়াও হলেন  দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ও লিফট অপারেটরের ওপর।সিসিটিভি ফুটেজে দেখা যায়, লিফট থেকে নামতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ৫০ নম্বর সেক্টরের আবাসিক টাওয়ার 'নির্ভানা কান্ট্রি'তে ।অভিযুক্ত ব্যক্তির নাম বরুণ নাথ।তিনি ওই বাড়ির ১৪ তলায় থাকেন এবং সকাল ৮টার দিকে ১২ তলায় লিফটে আটকে পড়েন। বেড়িয়ে আসার জন্য তিনি  লিফটের ভিতর থেকেই নিরাপত্তারক্ষীর সাথে সংযোগ স্থাপনের জন্য ইন্টারকম ব্যবহার করেন, যোগাযোগের ৫ মিনিটের মধ্যেই রক্ষীরা  লিফট থেকে তাঁকে উদ্ধার করে। কিন্তু, বরুণ রেগে বেরিয়ে এসে সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের চড় মারতে শুরু করেন। ঘটনাস্থলে তিনজন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজনের ওপর সে হামলা চালায়। এই অনাকাঙ্খিত ঘটনার পর সোসাইটির নিরাপত্তারক্ষীরা তার বিরুদ্ধে স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ আসলে তাঁরা তদন্তের আশ্বাস দেন।

অভিযুক্ত বরুণ নাথকে সোমবার পুলিশ থানায় ডেকে পাঠায় ,  রাত সাড়ে ৯টার দিকে তিনি তদন্ত ও জিজ্ঞাসাবাদে যোগ দেন। পুলিশ জানিয়েছে, বরুণ নাথ (৩৯) একজন ব্যবসায়ী, তিনি  উত্তরপ্রদেশের নিবাসী নিরাপত্তারক্ষী অশোক কুমার এবং লিফট অপারেটরকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।২৯ অগাস্ট গুরুগ্রাম পুলিশ অভিযুক্ত বরুণ নাথের বিরুদ্ধে  গুরুগ্রাম সেক্টর ৫০  থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) এর অধীনে মামলা করেছে। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ায় টা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই গোটা দেশে যা  ভাইরাল হয়েছে। ভিডিও দেখে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের প্রতি অসম্মানজনক এবং সংবেদনশীল আচরণ করার জন্য অভিযুক্ত বরুণ নাথের  নিন্দা করেছেন।

দেখুন ভিডিও-